গাইবান্ধা সদরের বল্লমঝাড়ে জমিজমা সংক্রান্ত বিরোধ।। সংঘর্ষে ৬ জন আহত। হাসপাতালে ভর্তি ।
গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৬ জন আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে গাইবান্ধা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
অভিযোগে জানা যায়, উক্ত গ্রামের মৃত নাদের আলীর পুত্র সাইদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত জহুরুল ইসলামের পুত্র সাজু মিয়ার দীর্ঘদিন থেকে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত শত্রুতাসহ মামলা মোকদ্দমা চলে আসছিল। এমতাবস্থা চলাকালে গত ২০ জানুয়ারি সোমবার সকাল ৮টার দিকে সাইদুল ইসলাম ট্রাক্টর দ্বারা হালচাষের জন্য বিরোধীয় জমিতে গেলে সাজু মিয়া তার দলবল নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। শোরগোলের খবর শুনে সাইফুলের লোকজন ছুটে আসলে তাদেরকেও আক্রমণ করে মারাত্মক আহত করে। এতে মৃত নাদের আলীর পুত্র জাহেদুল, সাইফুল, মৃত গেন্দলার পুত্র আনসার, সাইফুলের পুত্র আশরাফ, রফিকুলের স্ত্রী রাশিদা, জাহেদুলের স্ত্রী মামুলি সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্র জানায়, এ সংঘর্ষ চলাকালে ট্রাক্টর ভাংচুর ও ৯ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাই সহ মহিলাদের পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এ ব্যাপারে মৃত নাদের আলীর পুত্র শাহিদুল ইসলাম বাদী হয়ে সাজু, সাদা, আতারুল, জামিরুল, চাঁন মিয়া, রাজু মিয়া, আতোয়ার, লাল মিয়া, মিলি বেগম, লিজা বেগম, মেনেকা বেগম ও রেজেদা বেগমসহ ১২ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করার জন্য প্রস্তুতি চলছে ।